গাজীপুরে ছাত্রদলের লিফলেট বিতরণ
গাজীপুর প্রতিনিধি: কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে গাজীপুর জেলা ছাত্রদল শহরে লিফলেট বিতরন করেছে। গতকাল শুক্রবার সকালে জয়দেবপুর চৌরাস্তায় ছাত্রদলের নেতা-কর্মীরা লিফলেট বিতরন করেন।
খালেদা জিয়ার মুক্তি চেয়ে গাজীপুর জেলা ছাত্রদল নেতা মো: বেলায়েত হোসেন মোড়লের নেতৃত্বে জয়দেবপুর চৌরাস্তার ময়মনসিংহ রোড ও আশপাশ এলাকায় বিভিন্ন দোকান, পথচারী, যাত্রীবাহি পরিবহন ও সাধারন মানুষের কাছে নেতা-কর্মীরা লিফলেট বিতরন করেন। লিফলেট বিতরনে অংশ নেন ছাত্রদল নেতা বেলাল সরকার, রাকিব সরকার, এম মাসুদুর রহমান, আল-আমিন, এস এম সাদ্দাম হোসেনব, আবু হোসেন ফাহাদ, আশরাফুল শেখ, মুরাদ হোসেন, মিলন সিকদার, পারভেজ ভূঁইয়া ও তানভীর হোসেন লিমন।
কারাগারে আটক খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সাজা দিয়ে আটকে রাখা হয়েছে বলে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে জনমত গঠনে লিফলেট বিতরন করা হচ্ছে বলে নেতা-কর্মীরা জানান।
Comments are Closed