Main Menu

গাজীপুরে কিল ঘুষিতে এক ব্যক্তির মৃত্যু

রাশেদ আহম্মেদ, গাজীপুর : গাজীপুর মহানগরের কামারজুরী এলাকায় জমি জবর দখলকারীদের কিল-ঘুষিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কাথোরা গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে  মো: আলমাস মিয়া (৫৫)।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মো: আলমাস মিয়া ও মো: আবুল কাশেম গাজীপুর মহানগরের কামাজুরী এলাকায় ক্রয় সুত্রে ১৭ শতাংশ  জমির মালিক। সীমানা প্রাচীর ঘেরা ভোগ দখলে থাকা জমিটি জাল দলিল সৃিষ্ট করে স্থানিয় ভুমিদস্যু আমির হোসেন গং দীর্ঘদিন ধরে জবর দখলের চেষ্টা করে আসছে।
ঘটনাস্থলে উপস্থিত মো: আবুল কাশেম জানান, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে সীমানা প্রাচীর ঘেরা জমির ফটকের তালা ভাঙ্গার চেষ্টা করে আমির হোসেন, আশরাফুল, রাশেল ও মরিয়ম সহ কয়েক জন। এসময় বাধা দিলে মো: আলমাস মিয়াকে কিল-ঘষি মারতে শুরু করে। উপর্যুপরি কিল-ঘুষিতে আসলাম মিয়া মাটিতে লুটিয়ে পরে। কিল-ঘুষিতে মাটিতে লুটিয়ে পরা অচেতন আলমাস মিয়াকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডা: সাদেকা আফরিন জানান, আললাম মিয়াকে মৃতাবস্থায় হাসপাতালে আনা হয়েছে। মৃত্যুর কারণ মেডিকেল রিপোটের আগে নিশ্চিত হওয়া যাবে না।
জয়দেবপুর থানার উপ পুলিশ পরিদর্শক শামীম হোসেন জানান, মর্গে লাশের সুরতহাল করা হয়েছে। লাশের গায়ে  কোনো চিহ্ন নেই, মেডিকেল রিপোটের পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।






Comments are Closed