Main Menu

গাজীপুরের ৫টি আসনে ৩ নারী প্রার্থীসহ ৪৯ জনের মনোনয়নপত্র জমা

সাইদুল ইসলাম রনি, গাজীপুর ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গাজীপুরের পাঁচটি আসনে ৩ নারী প্রার্থীসহ ৪৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সহকারি রিটার্নিং ও জেলা নির্বাচন অফিসার তারিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

গাজীপুরে আসন ভিত্তিক মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন, গাজীপুর-১: আ.ক.ম মোজাম্মেল হক(বাংলাদেশ আওয়ামীলীগ), তানভীর আহমেদ সিদ্দিকী (বাংলাদেশ জাতীয়তাবাদী দল), আবুল বাশার(ইসলামী আন্দোলন বাংলাদেশ), আব্দুল মজিদ( বাংলাদেশের ওয়াকার্স পার্টি), আরিফুল ইসলাম ( বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট, আতিক ( গণফ্রন্ট), হাসান উদ্দিন (তরিকত ফেডারেশন), মোহাম্মদ রাহাত আহম্মেদ (বাসদ), মোঃ কামাল উদ্দিন সিকদার (বাংলাদেশ আওয়ামীলীগ), মোঃ শরীফুল ইসলাম(জাতীয় পার্টি), মো: রফিকুল ইসলাম(গণফোরাম), মো: হুমায়ন কবির (মুসলিম লীগ), চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী(বাংলাদেশ জাতীয়তাবাদী দল), মো: আলী হোসেন মন্ডল( কৃষক শ্রমিক জনতা লীগ)।

গাজীপুর-২: হারুন অর রশিদ( ইসলামিক আন্দোলন বাংলাদেশ), জিয়াউল হক( বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি), জাহিদ আহসান রাসেল( বাংলাদেশ আওয়ামীলীগ), মো: আব্দুল কাইয়ুম( বাংলাদেশের সমাজতান্ত্রিক দল), এম মন্জুরুল করিম রনি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল), মো: সালাউদ্দিন সরকার (বাংলাদেশ জাতীয়তাবাদী দল), সৈয়দ মোহাম্মদ হান্নান নুর (বাংলাদেশ মুসলীম লীগ), মো: মাহবুব আলম(জাতীয় পার্টি), মো: জয়নাল আবেদীন (জাতীয় পার্টি)।

গাজীপুর-৩: রহমত উল্লাহ(ইসলামী আন্দোলন বাংলাদেশ), নাসির উদ্দিন( জাকের পার্টি), মুহাম্মদ ইকবাল হোসেন(বাংলাদেশ আওয়ামীলীগ), রফিকুল ইসলাম(বাংলাদেশ তরীকত ফেডারশন), মো: জহিরুল হক মন্ডল বাচ্চু(জাসদ), এস.এম. রফিকুল ইসলাম(বাংলাদেশ জাতীয়তাবাদী দল), আফতাব উদ্দিন আহমেদ(জাতীয় পার্টি), এস এম মফিজ উদ্দিন আহমেদ(বাসদ), ইকবাল সিদ্দিকী( কৃষক শ্রমিক জনতা লীগ), মো: আব: রহমান(কৃষক শ্রমিক জনতা লীগ)

গাজীপুর-৪: নূরুল ইসলাম সরকার(ইসলামী আন্দোলন বাংলাদেশ), মনির হোসেন (স্বতন্ত্র), জুয়েল কবির (জাকের পার্টি), মোহাম্মদ সারোয়ার-ই-কায়নাত( বাংলাদেশ ন্যাশনার ফ্রন্ট), মানবেন্দ্র দেব( বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি), সিমিন হোসেন রিমি (বাংলাদেশ আওয়ামীলীগ), শাহ্ রিয়াজুল হান্নান(বাংলাদেশ জাতীয়তাবাদী দল), মো: নাজিম উদ্দিন শেখ( জাতীয় সমাজতান্ত্রিক দল), মো: মোশারফ হোসেন জয়( জাতীয় পার্টি)।

গাজীপুর-৫: রাহেলা পারভীন শিশির(জাতীয় পার্টি), গাজী আতাউর রহমান( ইসলামিক আন্দোলন বাংলাদেশ), এ.কে.এম. ফজলুল হক মিলন (বাংলাদেশ জাতীয়তাবাদী দল), মোহাম্মদ আমিনুল ইসলাম মাহমুদ(জাকের পার্টি), মেহের আফরোজ চুমকি (বাংলাদেশ আওয়ামীলীগ), মো: আল আমিন দেওয়ান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো: আবু আশরাফ ভূইয়া( স্বতন্ত্র)।






Comments are Closed