Main Menu

গাজীপুরের মিরেরবাজারে ভূয়া ডাক্তার গ্রেফতার

আমাদের গাজীপুর রিপোর্ট: গাজীপুর মহানগরীর পূবাইল মিরেরবাজার এলাকা হতে ভূয়া ডাক্তার পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। নগরীর মিরেরবাজার এলাকায় একটি ঔষধের দোকানে জনৈক ব্যক্তি দীর্ঘদিন ধরে ভূয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সাথে প্রতারণা করে আসছে খবরের ভিত্তিতে গতকাল ৬ মার্চ র‌্যাব-১ অভিযান চালিয়ে রবিউলকে গ্রেফতার করে।
র‌্যাব জানায়, গাজীপুরের পূবাইল থানাধীন মিরেরবাজার মেডিকেল রোডস্থ দিপু মার্কেটের ঔষধের দোকান রাফি ফার্মেসীতে চেম্বার খুলে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সাথে প্রতারণা করে আসছিল প্রতারক মোঃ রবিউল ইসলাম (৩৪)। সে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার উত্তরনওখৈর গ্রামের মোঃ হাবিবর রহমানের ছেলে। গ্রেফতারের সময় আসামীর নিকট হতে ডাক্তারি কাজে ব্যবহৃত প্রেসক্রিপশন প্যাড, ভিজিটিং কার্ড, ডিজিটাল থার্মোমিটার, পুরাতন রক্তচাপ মাপার যন্ত্র, পুরাতন স্টেথোস্কোপসহ চিকিৎসা যন্ত্র উদ্ধার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ ভূয়া ডাক্তার সেজে নিরীহ রোগীদের বিভিন্ন জটিল রোগের ভূয়া চিকিৎসা প্রদান করে স্বীকার করে।
র‌্যাব-১ এর সহকারী পরিচালক(মিডিয়া) নোমান আহমদ জানান, গ্রেফতারকৃত আসামীকে নিয়মিত মামলা দিয়ে পূবাইল থানায় হস্তান্তর করা হয়েছে।






Comments are Closed