গাজীপুরের নতুন এসপি কাপাসিয়া থানা পরিদর্শন – পুলিশের একার পক্ষে আইনশৃংখলা রক্ষা সম্ভব নয় ————–এসপি শামসুন্নাহার
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি):
গাজীপুরে নতুন এসপি শামসুন্নাহার জেলাকে মাদক, নারী ও শিশু নির্যাতন এবং সন্ত্রাস নির্মূলের ঘোষণা দিয়েছেন।গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়সভা শেষে গতকাল রাতে কাপাসিয়া থানা পরিদর্শন করেন।
থানা পরিদর্শন শেষে স্থানীয় এমপি সিমিন হোসেন রিমির সাথে সরকারি ডাকবাংলোতে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও গাজীপুর মহানগর আ’লীগ সভাপতি এড. আজমদ উল্লাহ খান, উপজেলা আ’লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম, যুবলীগ নেতা মুস্তাফিজুর রহমান সেলিম প্রমুখ।
পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, পুলিশের একার পক্ষে আইনশৃংখলা রক্ষা সম্ভব নয়। জনগন ও সাংবাদিকরা সহযোগীতা করলে পুলিশ বাহিনী সফল হবে। কাপাসিয়ার দৃশ্যপট দেখে আমি মুগ্ধ হয়েছি। আগামী ১ মাসের মধ্যে থানার নতুন ভবনের উদ্ভোধন হবে বলে জানান। তিনটি বিষয়ে তিনি জিরো টলারেন্সের ভিত্তিতে কাজ করবেন। তিনি সর্ব্বোচ্য শক্তি ও আন্তরিকতা দিয়ে জেলাকে পর্যায়ক্রমে মাদক মুক্ত, নারী ও শিশু নির্যাতন দমন এবং সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ, পংকজ দত্ত, সিনিয়র এএসপি নন্দিতা মালাকার, থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক, ওসি তদন্ত নিতাই চন্দ্র সরকার, ওসি অপারেশন মনিরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
Comments are Closed