গাজীপুরের কালিয়াকৈর-এ বনের গজারি বল্লী উদ্ধার
আমাদের গাজীপুর রিপোর্ট: গাজীপুরের কালিয়াকৈর বনের ৫৬টি গজারি বল্লী পাচারের সময় উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার জামালপুর চার সড়ক এলাকা থেকে এসব গাছ উদ্ধার করেন।
সূত্র জানায়, বন বিভাগের বোয়ালী বীট এলাকা থেকে জনৈক কাঠ চোর শাহজাহান গজারি গাছ(বল্লী) কেটে জামালপুর এলাকার বসুন্ধরা নামক স্থানে পাচারের জন্য রাখে। গোপন সূত্রের ভিত্তিতে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন ও চন্দ্রা সদর বিট কর্মকর্তা শরিফুর রহমান চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার জামালপুর চার সড়ক এলাকা থেকে এসব গাছ উদ্ধার করা হয়।
চন্দ্রা সদর বিট কর্মকর্তা শরিফুর রহমান চৌধুরী জানায়, শুক্রবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা জামালপুর চার সড়ক এলাকায় বসুন্ধরা থেকে ৫৬টি গজারি বল্লী উদ্ধার করা হয়। কাঠ পাচারকারী চিহ্নিত করে মামলা দায়েরের প্রস্তÍতি চলছে।
Comments are Closed