গাজীপুরের কাপাসিয়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব
আমাদের গাজীপুর রিপোর্ট :
গাজীপুরের কাপাসিয়ায় ৮০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাপাসিয়ার নতুন বাসস্ট্যান্ড ব্রিজের পশ্চিমপাড় এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন- কিশোরগঞ্জের মৃত ইমাম হোসেনের সন্তান বাচ্চু মিয়া (৪৫), মৃত মদ্দিস মিয়ার সন্তান শাহ্ মাল (৪২)। আজ দুপুরে র্যাবের সহকারী পুলিশ সুপার নোমান আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাওে, মাদকদ্রব্য গাঁজাসহ একটি মাদক ব্যবসায়ী চক্র কাপাসিয়ায় অবস্থান করছে। পরে র্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাপাসিয়ার নতুন বাস স্ট্যান্ড ব্রিজ পশ্চিমপাড় বিসমিল্লাহ টেলিকমের সামনে অভিযান চালিয়ে বাচ্চু ও শাহ মাল নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৮০ কেজি গাঁজা, নগদ ১১০০ টাকা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে কিশোরগঞ্জ হতে গাঁজার চালান নিয়ে এসে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্রয় করতেন।
Comments are Closed