Main Menu

গাজীপুরের ঐতিহাসিক ১৯ শে মার্চকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে সভা

গাজীপুর: ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে তৎকালীন জয়দেবপুরে গর্জে ঊঠা বীর জনতা ঐতিহাসিক ১৯ শে মার্চকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও মুক্তিযোদ্ধার স্বীকৃতি চায়। গতকাল ৯মার্চ গাজীপুর মহানগরের চতর এলাকায় এক আলোচনা সভায় স্বত:ফূর্তভাবে প্রতিবাদী সম্মুখযুদ্ধারা এই দাবী জানান।
শুক্রবার সকালে ১৯ শে মার্চ ১৯৭১ এর সাহসী যোদ্ধা সমন্বয় পরিষদের সভাপতি মো: অলিউল্লাহ হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় তৎকালীন শতাধিক সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা অংশ নেন। সভায় বক্তারা চলতি বছরের মধ্যেই সরকারের নিকট ঐতিহাসিক ১৯ শে মার্চকে রাষ্ট্রীয় স্বীকৃতি, সশস্ত্র যুদ্ধাদের মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক কে ১৯ মার্চের মহানায়ক ঘোষণার দাবী জানান। অলিউল্লাহ হাওলাদার বলেন, সাহসী যোদ্ধা সমন্বয় পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ও মানববন্ধনের মাধ্যমে দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছি। আমাদের আশা, ‘জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ সশস্ত্র প্রতিরোধ যুদ্ধাদের দাবী বাস্তবায়ন এবং ১৯ মার্চকে প্রতিরোধ দিবস ঘোষণা করবেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন ভ’ঁইয়া ও কোষাধ্যক্ষ মোসলেম উদ্দিন প্রমূখ।
সভায় সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা ও প্রয়াত যোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।






Comments are Closed