গাজীপুর সিটি নির্বাচন: মেয়র পদে প্রথম মনোনয়ন পত্র নিলো অধ্যক্ষ মো. সানাউল্লাহ
স্টাফকরেসপন্ডেন্ট, আমাাদেরগাজীপুুর.কম গাজীপুর: আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রথম মনোনয়নপত্র উত্তোলন করেছেন গাজীপুর মহানগর জামায়াত ইসলামের আমীর মো. সানাউল্লাহ।বুধবার (০৪এপ্রিল) দুপুর ১২টার দিকে রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় থেকে তিনি মনোনয়ন পত্র উত্তোলন করেন।
গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের সম্মনয়কারী তারেক আহম্মেদ জানান, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মঙ্গলবার থেকে বিভিন্ন প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ শুরু করা হয়।বুধবার (০৪এপ্রিল) দুপুর ১২টার দিকে মেয়র পদে প্রথম স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মো. সানাউল্লাহ মনোনয়ন পত্র উত্তোলন করেছে। এরআগে মঙ্গলবার (০৩এপ্রিল) বিকেল পর্যন্ত সাধারণ ও সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ২০জন প্রার্থী মনোনয়ন পত্র ও ভোটার তালিকার সিডি সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ সময় ১২এপ্রিল। যাচাই-বাছাই হবে১৫-১৬ এপ্রিল এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল।আগামী ২৪ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন।
মেয়রপ্ রার্থী মো.সানাউল্লাহ জানান, আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র উত্তোলন করেছি। তবে কোন দলের হয়ে নয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।
Comments are Closed