Main Menu

কাশিমপুরে ঢাকা কলেজের ছাত্রকে কুপিয়ে জখম

আমাদের গাজীপুর রিপোর্ট :
গাজীপুর মহানগরীর কাশিমপুরে ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের ছাত্র মনির হোসেনকে (২৪) কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। মনির কাশিমপুর নয়াপাড়া এলাকার মো. আমজাদ হোসেনের ছেলে। গতকাল শনিবার সকালে কাশিমপুর নয়াপাড়া মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মনিরের মা বাদী হয়ে কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, গতকাল সকালে মনির অটোরিক্সায় বাসায় ফেরার পথে কাশিমপুর নয়াপাড়া এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসী সোহেল, রাজু, আরিফসহ অজ্ঞাত চার পাঁচ জন অতর্কিতভাবে হামলা করে। তাকে রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় জখম করে এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা বলেন, অভিযোগটি এখনো হাতে পাই নি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।






Comments are Closed