কালিয়াকৈরের ‘আতঙ্ক’ জসীম সন্ত্রাসীদের গুলিতে নিহত ধারণা পুলিশের?
কাপাসিয়া উপজেলার ভুলেশ্বর নেতারটেক বন এলাকা থেকে কালিয়াকৈরের ‘আতঙ্ক’ জসীম উদ্দিন ইকবালের (৩৬) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলিতে সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। উদ্ধারকৃত মরদেহর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, রাতে এসআই সুমনের নেতৃত্বে ওই এলাকায় পুলিশের একটি দল টহল ডিউটি করছিল। এসময় গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ ওই যুবককে পাওয়া যায়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। সন্ত্রাসীদের দুটি পক্ষের গোলাগুলিতে সে গুলিবিদ্ধ হয়েছে বলে ধারণা করছে পুলশ। পরে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে। মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর উপজেলার চন্দ্রার কয়েকজন এলাকাবাসীরা জানান, বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকালে গাজীপুরের ডিবি পুলিশ জসীম উদ্দিন ইকবাল (৩৬) ওরফে মুচি জসীমকে গ্রেফতার করে নিয়ে যায়। সে প্রায় ২০টি বন মামলায় অভিযুক্ত ও দুটিতে ওয়ারেন্ট রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলিবিদ্ধ মরদেহর যে ছবি দেখা যাচ্ছে তা জসীম উদ্দিন ইকবালের বলে জানিয়েছেন এলাকাবাসী।
Comments are Closed