কাপাসিয়া কুকুর কামড়ে গবাদিপশু আহত-৮, নেই প্রতিষেধক
কাপাসিয়া প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি)ঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলা বেলাশী গ্রাম ও তাঁর আশপাশে বেপোরোয়া কুকুড়ের কামড়ে হতদরিদ্র কৃষকের ৫ গরু ও ৩ ছাগল গরুতর আহত রয়েছে। এতে কৃষকরা চিন্তিত ও কুকুর আতঙ্কে ভুগছে। শনিবার সকালে এসব ঘটনা ঘটে। প্রতিনিয়ত এমন ঘটনার পরও কুকুরের প্রতিষেধক নেই বলে জানান উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন ডা. মো. আবদুল্লাহ শামীম।
আহত গরুগুলো হলো, উপজেলার বেলাশী গ্রামের কৃষক আবুল হাশেম মিয়ার ১টি ষাঁড় গরু, কৃষক হাবীবুর রহমানের ২টা গরু, রাশিদা বেগমের ২টা গরু। একই গ্রামের কসাই পাড়ার নামক স্থানে নাম প্রকাশে অনিচ্ছুক এক হুজুরের কয়েকটি ছাগলকে কুকুর কামড়ায় বলে জানান স্থানীয়রা। কৃষক আবুল হাশেম ক্ষোভ প্রকাশ করে বলেন, দু’ একটা কুকুর ছাড়া আর কোনো কুকুরের গাঁয়ে টিকা দেওয়া হয়নাই বলে এখন কুকুর এমন পাগল হইছে।
বেলাশী প্রগতি একাডেমি’র শিক্ষক মন্জুরুল হক বলেন, বেওয়ারিশ কুকুরের ভয়ে সামাজিক নিরাপত্তা ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্কুল পড়–য়া শিশুরা প্রতিনিয়ন কুকুরের কামড়ের শিকার হচ্ছে। এটার প্রতিকার জরুরী। তাঁর জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ উদ্যোগ নিতে পারে।
উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন ডা. মো. আবদুল্লাহ শামীম বলেন, কুকুর কামড়ালে কাপড় কাঁচার সাবান দিয়ে দিনে তিনবার ধুয়ে দিতে হবে। এছাড়া কুকুর পাগল হয়ে গেলে সাথে সাথে মেরে ফেলতে হবে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আনিসুর রহমান ফোন রিসিভ করেননি।
Comments are Closed