কাপাসিয়ায় ৫১পিস ইয়াবা সহ গ্রেফতার ১
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): গাজীপুরের কাপাসিয়ার আড়ালিয়া চরপাড়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে, ইয়াবা ৫১পিস ইয়াবা সহ এনামুল (৩২)নামে একজনকে গ্রেফতার কওে কাপাসিয়া থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টেরপেয়ে একজন ইয়াবা ব্যবসায়ী দৌরে পালিয়ে যায়।
এনামুল হকের দেওয়া তথ্যমতে জানা যায়, উপজেলার টোক ইউনিয়নের আড়ালিয়ার ইয়াবা ব্যবসায়ী আবুল মিয়া দির্গদিন ধরে বিভিন্ন প্রকার মাধকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। বরাবরের মতই ১২ নভেম্বর (সোমবার) গাইবান্ধার বোয়ালী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে এনামুল হক(৩২) ব্যবসায়ী পারপাসে ইয়াবা নিতে আবুলের সাথে দেখা করতে আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে আবুল পালিয়ে যায়।
এ এস আই মাসুদ রানা-১ জানান, এনামুল হক ও আবুল মিয়া এদের দুজনের নামেই মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ৩৩/১৩-১১-২০১৮ইং। আজ আসামী এনামুলকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়। তবে খুব তারাতারি আবুল মিয়াকে গ্রেফতার করা হবে।
Comments are Closed