কাপাসিয়ায় ৪ দিনে বিএনপির ১৭৮ নেতাকর্মী বিরুদ্ধে মামলায়
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন পাকা রাস্তায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে বিএনপির ৬১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা (নং ২৮/১২.২০১৮) দয়ের করা হয়েছে। থানার এসআই মোঃ বশিরউদ্দিন বাদী হয়ে গত শুক্রবার রাতে এ মামলা দায়ের করেন। বারিষাব ইউনিয়নের লোহাদী গ্রামের খোরশেদের পুত্র মো: মঞ্জুকে কাপাসিয়া থানা পুলিশ গ্রেফতার করে ও গত ১৪ ডিসেম্বর (২৫/১৩.২০১৮)নং বিস্ফোরক মামলায় দূর্গাপুর ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামের আলাল উদ্দিনের ছেলে মো: নাজমূল হোসেন(২৮)কে, বড়চালা গ্রামের শ্রমিকদল নেতা মো: আতরআলী(৫৮)কে ও শ্রীপুর থানার বাগনাহাটি গ্রামের কেন্দ্রীয় ওলামাদলের সাবেক সভাপতি এস এম রুহুল আমীনকে গ্রেফতার করে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়। এবং গত (২৪/১২.২০১৮ইং)নং মামলায় তরগাঁও গ্রামের আমীর আলী বেপারীর ছেলে মো: মজিবুর (৩৩) গ্রেফতার করে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।
এ ঘটনায় তিন আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম আমান, কামাল হোসেন ও মোশারফ হোসেন কাজল আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর তরগাঁও ইউনিয়নের ঘটনায় বিএনপির ৫০ নেতকর্মীর বিরুদ্ধে এবং ১৩ ডিসেম্বর দুর্গাপুর ইউনিয়নের ঘটনায় বিএনপির ৬৭ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।
সাইদুল ইসলাম রনি
Comments are Closed