Main Menu

কাপাসিয়ায় ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি):
গাজীপুরের কাপাসিয়ায় গত রবিবার রাতে কাপাসিয়া ঘাটকুড়িঁ ও ডেফুলিয়া এলাকা
দেলোয়ার হোসেনের পুত্র থেকে আবু বকর(১৯) ও দেলোয়ার শেখের পুত্র আরিফ হোসেন শেখ(২৭) নামে ২ মাদক ব্যাবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ।

মামলার বাদী এ এস আই রাসেল জানান, রাতে মাদকের বিশেষ অভিযান চলাকালিন সময় আসামি আরিফ হোসেন ডেফুলিয়া কমিউনিটি ক্লিনিক নিকট থেকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। অপর দিকে পার্শবর্তী কালীগঞ্জ উপজেলার বক্কতারপুর গ্রামের মাদক ব্যবসায়ী ১০০ গ্রাম গাজাসহ ঘাটকুড়িঁ বাজার থেকে গ্রেফতার করা হয়।

কাপাসিয়া থানার ডিউটি অফিসার এস আই নাদিমুল হক জানান তাদের বিরুদ্বে কাপাসিয়া থানায় মাদকদ্রব্য আইনে পৃথক ২ টি মামলা (মামলা নং ৩৫/৩৬- ২৭/০৮/১৮ইং) হয়েছে। আজ সোমবার আসামিদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।






Comments are Closed