Main Menu

কাপাসিয়ায় ১১ বছরের শিশু বিয়ে পন্ড

কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বরচালা আমির উদ্দিন দাখিল মাদরাসার ৭ম শ্রেণিতে পড়–য়া এগারো বছরের শিশু শিক্ষার্থী’র বিয়ে বন্ধ করেছে নির্বাহী ম্যাজিস্ট্র্যাট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নাজমুস সাকিব। প্রতিবেশি কেন্দুয়াব গ্রামের সাহিদের ছেলে প্রবাসী সাদ্দামের (৩০) সাথে বিয়ে ঠিক হয়েছিলো। ২ এপ্রিল সোমবার দুপুর ১ টায় উপজেলার ছাটারবর গ্রামে আহাম্মদ আলীর বাড়ীতে গিয়ে এ বিয়ে বন্ধ করে।

বরচালা আমির উদ্দিন দাখিল মাদরাসার সুপার আকবর আলী জানান, আমার মাদরাসার ৭ম শ্রেণির  শিক্ষার্থীকে ত্রিশ বছরের প্রবাসীর কাছে বিয়ে দিবে শুনে কাপাসিয়ার ইউএনও স্যারকে জানাই। ইউএনও বিয়ে বন্ধের ব্যবস্থা করেন। তিনি আরো বলেন, বিদেশীদের কাছে কাঁচা টাকা হাতে আসলেই বিশাল বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে। মরুব্বিরা বাঁচ বিচার (চিন্তা ভাবনা) না করেই বিয়েতে রাজি হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম বলেন, বাল্য বিয়ে বন্ধে ব্যবস্থা নিয়েছি। উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) মো. নাজমুস সাকিব বলেন, দু’পক্ষের মুচলেকা নিয়ে বাল্য বিয়ে বন্ধ করেছি। কাপাসিয়া থানার এস আই রাসেল বলেন, ওই শিশুর মা বিয়েতে রাজি হয়ে ভুল করেছেন বলে আমাদের জানিয়েছেন।






Comments are Closed