কাপাসিয়ায় হান্নান শাহ্-র কবরে ফুল দিয়ে বিএনপির শ্রদ্ধানিবেদন
আমাদের গাজীপুর রিপোর্ট: আজ শুক্রবার উপজেলার ঘাগটিয়ায় প্রয়াত বিএনপির স্থায়ি কমিটির সদস্য, সাবেক মন্ত্রী হান্নান শাহ্ কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কাপাসিয়ার নবগঠিত ১১ ইউনিয়ন আহবায়ক কমিটি। শ্রদ্ধানিবেদনে কয়েক শত নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি অনেকটা সমাবেশে রূপ নেয় ।
দলীয় সূত্র জানায়, কাপাসিয়ায় বিএনপি অন্য যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশী ঐক্যবদ্ধ। কর্মী সমর্থকরা আস্থা রাখছে উপজেলা বিএনপির আহবায়ক শাহ্ রিয়াজুল হান্নানের নেতৃত্বের ওপর। মহান বিজয় দিবসে উপজেলা সদরে মিছিল দলের মধ্যে নবজাগরণ ঘটিছে। আজ শুক্রবার উপজেলার ঘাগটিয়ায় প্রয়াত নেতা হান্নান শাহ্ বাড়িতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পরিচিতি সভা সমাবেশে রূপ নেয়।
স্থানিয় সুত্র জানায়, বিএনপির স্থায়ি কমিটির সদস্য সাবেক মন্ত্রী হান্নান শাহ্-র সাথে দলের একটি অংশ দীর্ঘদিন যাবৎ বিরোধ করে আসছিল। হান্নান শাহ্ মৃত্যুর পর কাপাসিয়ায় রাজনীতিতে সক্রিয় হন ছোট ছেলে শাহ্ রিয়াজুল হান্নান। বিরোধকারীরা শাহ্ রিয়াজুল হান্নানের বিরোধিতা করতে শুরু করে। স্থানীয় বিভিন্ন জটিলতার কারণে কয়েক মাস আগে কেন্দ্রীয় কার্যালয়ে গোপন ব্যালটের মাাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জেলার কাপাসিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠন করা হয়। রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নির্বাচনে উপজেলা শাখায় শাহ্ রিয়াজুল হান্নান আহবায়ক এবং বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। উপজেলার ১১টি ইউনিয়ন থেকে সুপারফাইভ পদ্ধতিতে নির্বাচিত ৫২ জন নেতা ভোটাধিকার প্রয়োগ করেন। এখন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ কাপাসিয়া বিএনপি রিয়াজের নের্তৃত্বে ঐক্যবদ্ধ ও উজ্জীবিত।
দলীয় একাধিক নেতার সাথে কথা বলে জানা যায়, গাজীপুর জেলা বিএনপি কতৃক আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় কাপাসিয়া উপজেলা বিএনপি’র অভিভাবক বিপুল ভোটে নির্বাচিত তারুণ্যের অহংকার শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাপাসিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা সহ কাপাসিয়া উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের কয়েকশ নেতাকর্মী নিয়ে সভায় যোগ দিয়েছিলেন। এসময় সভার সঞ্চালক মাইকে উচ্চসিত কন্ঠে শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ সহ সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গেছে।
দলের একাধিক সুত্র জানায়, দীর্ঘদিন ধরে দলের যেসব সিনিয়র নেতা শাহ্ রিয়াজুল হান্নানের বিরোধীতা করে আসছিল এমন নেতাদের বিরুদ্ধে প্রতিশোধ পরায়ন না হয়ে তিনি(রিয়াজ) তাদের সাথে দেখা করে দূরত্ব কমানোর চেষ্টা করছেন। ধৈর্যশীল নেতা হিসেবে কাপাসিয়া বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছে প্রমাণ দিয়েছেন তিনি। প্রয়াত বাবা হান্নান শাহ্র মতোই সাহসী পুত্র শাহ্ রিয়াজুল হান্নান। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা স্বত:স্ফূত সারা দিয়ে শাহ্ রিয়াজুল হান্নানের নেতৃত্বে দলীয় কার্যক্রম এগিয়ে নিতে কেন্দ্রীয় কর্মসূচীতে অংশ নিচ্ছেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়েছে নেতাকর্মীদের সাথে। এসব নিয়ে দলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছাস প্রকাশ করছেন।
উপজেলার চাঁদপুর ইউনিয়ন বিএনপি নেতা এস এম জাকারিয়া নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, কাপাসিয়ায় বিএনপির নেতাকর্মীদের নবজাগরণ, মহান বিজয়দিবসে নতুন কিছু বিজয়ের অপেক্ষায় রাজপথে কাপাসিয়াবাসী। ভূঁইয়া রাসেল নিজের বেরিফাইড ফেসবুক পেইজে লিখেছেন, শাহ্ রিয়াজুল হান্নান যোগ্যনেতা আজকে(১৬ ডিসিম্বর) আবার প্রমাণ করে দিলেন, স্যালুট প্রিয়নেতা। ১৫ বছরের কলঙ্কমুক্ত হলো কাপাসিয়া বিএনপি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী বলেন, বিশাল মিছিলের পর কাপাসিয়ায় রাজনীতি নিয়ে নতুন করে ভাবনার সময় এসেছে।
কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সেলিম হোসেন আরজু বলেন, মামলা হামলা হত্যা নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে নেতাকর্মী ও সমর্থকরা আগের চেয়ে অনেকটা ঐক্যবদ্ধ। স্বেচ্চাচারী ক্ষমতাসীন আওয়ামীলীগের নির্বাচনের আগের রাতে ভোট দিয়ে ক্ষমতা দখলে রাখার বিরুদ্ধে এবং সুষ্ঠু নির্বাচনের দাবীতে আন্দোলন জোরদার করা হবে।
উপজেলা বিএনপির আহবায়ক শাহ্ রিয়াজুল হান্নান সদ্যঘোষিত ১১ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির বিষয়ে পরিচিতি সভায় বলেন, ইউনিয়ন আহবায়ক কমিটিতে স্থানীয় ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়েছে। দলের এই দুর্দিনে ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে কাজ করলে সংগঠন শক্তিশালী হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, সদর ইউনিয়ন আহবায়ক আফজাল হোসেন, চাঁদপুর ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন সভাপতি সোলাইমান মোল্লাহ, কড়িহাতা ইউনিয়ন সভাপতি অ্যাড. লুতফুর রহমান সহ কয়েকশ নেতাকর্মী।
Comments are Closed