Main Menu

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত-৪

কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধি (সাইদুল ইসলাম রনি): ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের কাপাসিয়ার জামিরারচর নামক স্থানে গতকাল শুক্রবার দুপুরে ঢাকাগামী অনন্যা পরিবহন একটি কাভার্ড ভ্যান এর সাথে মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চার বাসযাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

আহতারা হলেন, কাপাসিয়া উপজেলার উত্তরখামের গ্রামের রাকিবের কন্যা রেহেনা (২), তরগাঁও গ্রামের আয়েশ আলীর ছেলে ফজলুল হক (৪৫), সিরাজগঞ্জ জেলার সবুজ মিয়া (২৫) ও ইকরামুল হক (৩০)।

কাপাসিয়া থানার এস আই মনিরুজ্জামান জানান, অনন্যা পরিবহন (জ-৩৮৮৯) ও ইএসবি কুরিয়ারের কাভার্ড ভ্যান ঢাকা মেট্রো ১৩-০৯২২ যান দুটি আটক করা হয়েছে। আহতরা কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি ক্লিানিক জোবায়েদা হাসপাতালে ভর্তি রয়েছে।






Comments are Closed