কাপাসিয়ায় স্কাউটসের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান
কাপাসিয়া প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): সমাজ সচেতনতা বৃদ্বিতে বাংলাদেশ স্কাউটস কাপাসিয়া উপজেলা শাখা’র উদ্যোগে স্কাউট সদস্যরা উপজেলা শহরের শহীদ তাজউদ্দীন আহমদ মুক্তিযোদ্ধা চত্বর হতে উপজেলা পরিষদ পর্যন্ত ঝাড়– দিয়ে রাস্তা পরিস্কার ও লিফলেট বিতরণ করেছেন। ৯ এপ্রিল বুধবার দুপুর ২ টা দিকে এ কর্মসূচী পালন করেন। পরে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় সভা কক্ষে আলোচনা সভা হয়।
বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ কন্যা সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি এসময় উপস্থিত ছিলেন। উপজেলার কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, হরিমন্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, লোহাদী উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন উচ্চ বিদ্যালয়সহ পঁিচশটি শিক্ষা প্রতিষ্ঠান এ কর্মসূচী অংশগ্রহন করেছে।
উপজেলা নির্বাহী অফিসার মাকছুদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওসি আবু বকর সিদ্দিক, বাংলাদেশ স্কাউটস কাপাসিয়া উপজেলা শাখা কমিশনার ও প্রধান শিক্ষক শহীদুল্লাহ আজাদ, সহ সভাপতি ফাইজ উদ্দিন ফকির, মনিরুজ্জামান মনির, সম্পাদক আওলাদ হোসেন নয়ন, যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া, সহকারি কমিশনার শাহ জামান মাসুম, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, শিক্ষার্থী সানজানা কামাল রিয়া প্রমুখ। উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থী ঝাড়– ও অন্যান্য উপকরণ নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতার কর্মসূচীতে অংশগ্রহন করেন।
সিমিন হোসেন রিমি বলেন, উন্নত দেশে স্কুল স্কাউটিং অনেক শক্তিশালী। স্কাউটরা সঠিকভাবে সঠিক কাজটি করতে পারে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ কিংস স্কাউট পদক পেয়েছেন।
Comments are Closed