Main Menu

কাপাসিয়ায় সৈয়দা জোহরা তাজউদ্দীন মরিয়ম হেলাল ভলিবল খেলা অনুষ্ঠিত

টঙ্গী ও জয়দেবপুর প্রতিনিধি ঃ  গাজীপুরের কাপাসিয়ায় সৈয়দা জোহরা তাজউদ্দীন মরিয়ম হেলাল ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদ এর মেয়ে মাহজাবিন আহমদ মিমি প্রধান অতিথি ছিলেন।
গতকাল শুক্রবার বিকাল ৪টায় উপজেলার আড়াল দক্ষিণগাঁও মরিয়ম ভিলেজ আনোয়ারা সাঈদ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বীরমুক্তিযোদ্ধা আবদুস ছালাম স্মৃতি সংসদ একাদশ কামারগাঁও বাহর সরকার বাড়ী ভলিবল একাদশকে পরাজিত করেছে।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ ডা. আবদুল আলীম চৌধুরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় উপদেষ্টা ও মরিয়ম ফাউন্ডেশান চেয়ারম্যান আলম আহমদ, আলম আহমদের সহধর্মিনী নীলা আহমদ, বাংলাদেশ আওয়ামীলীগ গাজীপুর জেলা শাখার সহ সভাপতি অ্যাডভোকেট আমানত হোসেন খান, কৃষকলীগ কেন্দ্রীয় সদস্য জানে আলম কনক, মরিয়ম ফাউন্ডেশান এর জেনারেল ম্যানেজার হরিদাস বর্মণ, কৃষকলীগ উপজেলা শাখা সভাপতি আইন উদ্দিন, সহ সভাপতি মজিবুর রহমান আঙ্গুর, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবলু, আওয়ামীলীগ জেলা শাখা সদস্য আ. রশিদ সরকার, সুনীল মাস্টার, হাফিজুল হক চৌধুরী আইয়ুব প্রমুখ।
20180202_172811
ডা. নুজহাত চৌধুরী উদ্বোধনী বক্তব্যে বলেন, খেলাধূলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে জঙ্গিবাদ থেকে তরুন সমাজকে দুরে রাখা সম্ভব। তিনি আরও বলেন, তাজউদ্দীন আহমদের পূণ্যভূমিতে এসে আমি ধন্য। আমার পিতাসহ শহীদ বুদ্ধিজীবিরা রক্ত দিয়ে প্রমাণ করেছেন তারা দেশ প্রেমিক ছিলেন।






Comments are Closed