কাপাসিয়ায় সরকারের উন্নয়ন কর্মকান্ডের- প্রচারে রোড শো
সাইদুল ইসলাম রনি, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): সরকারের উন্নয়ন কর্মকান্ডের তথ্য তৃণমূল পর্যন্ত তুলে ধরতে গত ২ নভেম্বর রাতে কাপাসিয়া উপজেলার ১১ টি ইউনিয়নসহ কাচাঁ বাজারের ‘‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’’ স্লোগানে গণযোগাযোগ অধিদপ্তর তথ্য মন্ত্রণালের আয়োজনে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের অংশ হিসেবে মাদক ও বাল্যবিবাহ নিয়ে নির্মিত চলচ্চিত্র, টিভিসি, মুক্তিযোদ্ধভিত্তিক চলচ্চিত্র দেখানো হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক, বীর মুক্তিযোদ্ধা ডা. সিরাজুল হক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডেপুটি ডিরেক্টর জেনারেল মো. ফিরোজ খান, ঢাকা পশ্চিম জোনের উপ পরিচালক আসলাম সিকদার, সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, কাপাসিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নীলিমা রায়হানা, জেলা তথ্য অফিসার এস এম রাহাত হাসনাত, জেলা আনসার অ্যাডজুটেন্ট একেএম জিয়াউল আলম, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী বদু, উপজেলা আ.লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, সাংবাদিক নুরুল আমীন সিকদার, সাইদুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্প একনেকে অনুমোদন করেছেন সরকার। দেশে এই কর্মসূচির আওতায় চার হাজার ৫৫৩টি ইউনিয়নের প্রতিটিতে প্রতিদিন সকালে একটি স্কুলে এবং বিকেলে জনবহুল স্থানে এসব উন্নয়ন চিত্র তুলে ধরা হবে।
Comments are Closed