Main Menu

কাপাসিয়ায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক কর্মশালা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন এর সহযোগিতায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সূমহের ভূমিকায় গ্রাম আদালত বিষয়ে অবহিত করণ শীর্ষক কর্মশালা ২০ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা ফেসিলিটেটর জিল্লুর রহমান, সমন্বয়কারি ফজিলাতুন নেছা, পুলিশ পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জামান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহদাত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিনা আক্তার, বিআরডিবি জুনিয়র অফিসার সায়েম আল সুমন, উপজেলা সমন্বয়কারি সাইদুর রহমানসহ বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক, আশা, বাসা, সাংবাদিক, সমাজকর্মী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।






Comments are Closed