কাপাসিয়ায় শ্রমিকলীগের বর্ধিত সভা
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): জাতীয় শ্রমিক লীগ কাপাসিয়া উপজেলা শাখা উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ সেপ্টেম্বর দুপুরে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এ সভা হয়।
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ওয়ার্ড ও ইউনিয়ন শূন্য পদ পুরুণ ও রায়েদ ইউপি চেয়ারম্যান আ. হাই মৃত্যুতে শোক প্রস্তাব ও এক মিনিট নিরবতা পালন।
জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার সভাপতি আব্দুল কাদির ফকিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা শাখার শ্রমিক লীগ সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, আকরাম হোসেন, কাজল মেম্বার, আছিয়া খাতুন, আলাউদ্দিন শেখ, দৌলত হোসেন খান, আলমগীর হোসেন ফরাজি, আসাবুদ্দিন, মেহেদি হাসান ফারুক, রিয়াজ উদ্দিন, রফিকুল ইসলাম ভ’ইয়া, কামাল হোসেন বাচ্চু, মোবারক হোসেন, মোফাজ্জল হোসেন, অমরঞ্জন চক্রবর্তী টিটু, তোফাজ্জল হোসেন প্রমুখ ।
Comments are Closed