কাপাসিয়ায় মে দিবস – বাস চাপায় শ্রমিক নিহত
কাপাসিয়া প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি) ঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা শহরে র্যালি, সমাবেশ ও আলোচনা সভা হয়।
দিবসটিতে ছুটি পেয়ে একই দিন সকালে উপজেলার নতুন বাজার নামক স্থানে ভাওয়াল পরিবহনের বেপোরোয়া বাস চালক বিপরিত দিক থেকে আসা সিএনজিকে (গাজীপুর থ ১১-৬৪০০) চাপা দিলে এক ইটভাটা শ্রমিক মতিউর রহমান (২০)নিহত হয়।
নিহত শ্রমিক দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মাল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। হাসপাতালের কর্তব্যরত ডা. নাইমা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো চার শ্রমিককে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। একই উপজেলার আহতরা হলেন, উপেন্দ্র এর ছেলে ধনঞ্জয় (২৫), ফজলুর রহমানের ছেলে রাশিদুল ইসলাম (২৭), নীলফামারী জেলার দিপু (২২), কাপাসিয়া দূর্গাপুর ইউনিয়নের গোসাইরগাঁও গ্রামের ইউনুছ আলীর ছেলে রফিকুল ইসলাম (২৬)। শ্রমিকেরা কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার বিজিএল ব্রিকস ফিল্ড এ কাজ করেন বলেন জানান নিহতের চাচাত ভাই আলেক।
জাতীয় শ্রমিকলীগ, দূর্গাপুর ইউনিয়ন শাখা, তরগাঁও, ঘাগটিয়া, রায়েদ, চাঁদপুর, বারিষাব, সন্মানিয়া, রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন কাপাসিয়া, গাজীপুর আন্ত: জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ইমরত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, রিকসা/অটো শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন কাপাসিয়া, তরগাঁও ও সন্মানিয়া, চাঁদপুর, দূর্গাপুর ইউনিয়ন শাখা, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া শাখা উপজেলা শহরে র্যালি, সমাবেশ ও আলোচনা সভা করেছে।
সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি, সাবেক এমপি মুক্তিযোদ্ধা মুহাম্মদ শহীদুল্লাহ, কাদির ফকির, আকরাম হোসেন খান, জালাল উদ্দিন, মিজানুর রহমান প্রধান, আসাদুজ্জামান, আ. হালিম খোকন, সাখাওয়াত হোসেন, আলমগীর হোসেন ফরাজী, মানবেন্দ্র দেব, কমল চন্দ্র দাস, মেহেদী হাসান ফারুক, রফিকুল ইসলাম, রফিকুল ভূইয়া, বাবুল খান, আবদুল খালেক, নাজমুল হাসান বিল্লাল, মনিরুজ্জামান মনু, মাইন উদ্দিন প্রমুখ।
বিকালে সিমিন হোসেন রিমি এমপি উপজেলার বাগিয়া গ্রামে ঘোরদানিয়া মাঠে ফুটবল ফাইনাল টুর্ণামেন্টে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান আয়বুর রহমান সিকদার, মুক্তিযোদ্ধা শেখ আবুল হোসেন, টুর্নামেন্টের পরিচালনা কমিটির আহবায়ক বাবু শেখ, সদস্য সচিব বারেক খান, ছাত্রলীগ নেতা কাইয়ুম ভুইয়া, রাশেদুল হক সৈকত, শাহআলম, কামাল হোসেন, শহীদুল্লাহ আজাদ, দুলাল মাস্টার, নজরুল ইসলাম, জহিরুল ইসলাম, ফখরুল ইসলাম, আকবর হোসেন প্রমুখ।
Comments are Closed