Main Menu

কাপাসিয়ায় মেধাবী নেতৃত্ব প্রয়োজন : ডা. শহীদুল্লাহ সিকদার

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কাপাসিয়ায় ক্ষমতাসীন জোটের শরিক দল গণতন্ত্রী পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলা শহরের দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে পার্টির কাপাসিয়া শাখার  সহ-সভাপতি আবদুর রাজ্জাক খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবদুল আলীমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল গণি।

বক্তব্য রাখেন পার্টির উপজেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক নিমাই চন্দ্র দাস, শ্রমিক ঐক্যের আহ্বায়ক আবুল কাশেম, যুব ঐক্যের আহ্বায়ক মাহফুজ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মামুন খান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কাপাসিয়া বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী উর্বর অঞ্চল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার মানুষের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। সে ঐতিহ্যের ধারাবাহিকতায় মেধাবী নেতৃত্ব প্রয়োজন।

তিনি আরও বলেন, আমি কাপাসিয়া আসনে ১৪ দলীয় জোট থেকে মনোনয়ন প্রত্যাশী। জোট মনোনয়ন দিলে আমার জন্ম এলাকা থেকে নির্বাচন করব।






Comments are Closed