Main Menu

কাপাসিয়ায় মাদক বিক্রেতা। আটক ৬

কাপাসিয়া প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি)ঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে রোববার রাতে ৬ মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার শহর টোক এলাকার মৃত আশুতোষ চন্দ্র বর্মণের পুত্র স্বপন চন্দ্র বর্মণ (৪০), তরগাঁও গ্রামের খোরশেদ খাঁনের পুত্র রাশেদ খাঁন (২৫), আড়াল গ্রামের সামাদ শেখের পুত্র শিহাব শেখ (২৩), কালিয়াব গ্রামের মৃত মোমতাজউদ্দিনের পুত্র মাসুদ (৩০), একই গ্রামের সাইফুদ্দিন ওরফে বাকিরের পুত্র রাকিবুল ইসলাম ওরফে শাওন (২৫) ও দক্ষিণগাঁও গ্রামের রেজাউল হকের পুত্র শাহাদাত হোসেন (২২)।
কাপাসিয়া থানার ডিউটি অফিসার এএসআই মাহমুদা আক্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,তাদের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ রয়েছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন পরিমাণের গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গতকাল বিকেলে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।






Comments are Closed