Main Menu

কাপাসিয়ায় মাদকদ্রব্যসহ ১৯ আসামী গ্রেফতার

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি ): কাপাসিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গত দুই দিনে মাদক ব্যবসায়ী সহ ১৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৮ নভেম্বর বিকালে তাদেরকে গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক ১৪ টি মামলা হয়েছে।

কাপাসিয়া থানার ডিউটি অফিসার এ এস আই সুমন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানাযায়, উপজেলার কালিয়াবো গ্রামের মৃত সাইফুদ্দিনের পুত্র রফিকুল ইসলাম শাওন (২৫ কে ১৭ পিস ইয়াবা, তরগাঁও গ্রামের ফজলুল হকের পুত্র রায়হান হক তুষার (২৬)কে ১০ পিস ইয়াবা, বড়দিয়া গ্রামের আব. হামিদের পুত্র খালেক (২৮) কে ১২০ গ্রাম গাজা, তিলশুনিয়া গ্রামের সাইফুল ইসলামের পুত্র রুবের মোল্লা (২৭) কে ও মারতা গ্রামের জামালের পুত্র নজরুল ইসলাম (২৬) কে ১৩ পিস ইয়াবা, খিরাটী গ্রামের মৃত কফিল উদ্দিনের পুত্র আনোয়ার হোসেন (৪০) কে ২১০ গ্রাম গাজাসহ ওয়ারেন্টভুক্ত আড়ালিয়া গ্রামের নবী মিয়ার পুত্র শাকিল মিয়া (২২), কামড়া গ্রামের শহিদুল্লাহর পুত্র আমিনুল ইসলাম (২৯), বিবাদীয়া গ্রামের মমতাজ উদ্দিনের পুত্র বাহাদুর (২৮) কে গতকাল রাতে আটক করা হয়।

গত ৭ নভেম্বর রায়েদ ইউনিয়নের মৃত ইমারত হোসেনের ছেলে আমিনুল ইসলাম(২২) কে ২২ পিচ ইয়াবা, বরুন এলাকার রুবেল মিয়া (২০) কে ৭ পিচ ইয়াবা, খিরাটি গ্রামের ওমর ফারুখের পুত্র টিপু সুলতান(২০) একই গ্রামের আ: মজিদেও পুত্র জুয়েল রানা(২৫) কে ১০ পিচ ইয়াবা, ভাকুয়াদি গ্রামের মজিবুরের পুত্র মস্তোফা (২০)  কে ৭ পিচ ইয়াবা, নরুন গ্রামের আলাউদ্দিনের পুত্র রুবেল (২৪) ১২ পিচ ইয়াবা, তিলশুনিয়া গ্রামের আমান উল্লাহর পুত্র বাবুল বেপারী (২২) কে  ১০ পিচ ইয়াবা, ভাকুয়াদি গ্রামের শারফুদ্দিনের স্ত্রী মিনারা বেগম(৪৮) কে ২১০ গ্রাম গাঁজা সহ গ্রেফাতার করা হয়।
অভিযান পরিচালনা করেন এস আই মনির হোসেন, কায়সার আহমেদ, সুমন আহমেদ, দুলাল মিয়া, শফিকুল ইসলাম-১, এ এস আই মাসুদ রানা, মনিরুজ্জান, রাসেল মিয়া, মাসুদ রানা-২, কফিল উদ্দিন।






Comments are Closed