কাপাসিয়ায় মহিলাদলের পরিচিতি সভা
আমাদের গাজীপুর রিপোর্ট :
জাতীয়তাবাদী মহিলাদল কাপাসিয়া উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার ঘাগটিয়ায় প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পাটমন্ত্রী ব্রিগেডিয়ার হান্নান শাহ্’র বাসভবনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি শাহনাজ পারভীন শিখার সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক শাহ্ রিয়াজুল হান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা। মহিলাদল কাপাসিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শারমিন সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা মহিলাদলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, সাধারণ সম্পাদক গুলনাহার বেগম।
এ সময় আরও উপস্থিত ছিলেন রায়েদ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম বাদল, জেলা যুবদলের সহসভাপতি জাকারিয়া পারভেজ, উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির প্রমূখ।
Comments are Closed