Main Menu

কাপাসিয়ায় মনোনয়ন জমা দিয়েছেন সিমিন হোসেন রিমি এমপি

কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৭ গাজীপুর-৪ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি মনোনয়ন ফরম জমা দেন।  ২৬ নভেম্বর বেলা ৩ টায় সহকারী রির্টানিং অফিসারের কার্যালয়ে এ ফরম জমা দেন।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হুমায়ূন কবীর, পরিবার পরিকল্পসা অফিসার আব্দুর রহিম মনোনয়ন ফরম গ্রহণ করেন।

তাঁর বোন শারমিন আহমদ রিপি, মাহজাবিন আহমদ মিমি, স্বামী মোস্তাক হোসেন, ছেলে রাকিব হোসেন, উপজেলা আওয়ামলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য প্রবীণ শিক্ষক আব্দুল কবির, উপজেলা আ’লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ উপস্থিত ছিলেন। সকালে প্রয়াত আওয়ামীলীগ নেতা খালেদ খুররমের বাসবভনে দলীয় নেতা কর্মী ও পরিবারের লোকজন নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।






Comments are Closed