Main Menu

কাপাসিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): গাজীপুর কাপাসিয়া উপজেলায় ১০জন মটর সাইকেল চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা। তিনি সোমবার দুপুরে উপজেলার তরগাঁও মেডিক্যাল মোড় এ অভিযান পরিচালিত হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা।

মটর সাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স, হেমলেট, বিমা, রেজিষ্টেশন না থাকায় ১০জন চালককে জন প্রতি ৫০০ টাকা করে মোট ৫০০০ হাজার টাকা জরিমানা আদায় করে সর্তক করে ছেড়েদেন।
জরিমানা দাতারা হলেন, পানবরাইদ গ্রামের সজিব বর্ধন, বরহর গ্রামের মফিজ উদ্দিন, উত্তরখামের গ্রামের রাকিব, কাপাসিয়া গ্রামের মজিবুর রহমান,আরিফ ও ইমান হোসেন, চৌকার চালা গ্রামের মনির হোসেন, তরগাঁও গ্রামের তানভিরসহ ১০ জনের নিকট জরিমানা আদায় করা হয়।






Comments are Closed