কাপাসিয়ায় বীরউজলী স্কুল মাঠে আ’লীগের গ্রাম সমাবেশ
কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধি(নুরুল আমীন সিকদার): বাংলাদেশ আওয়ামীলীগ টোক ইউনিয়ন শাখা উদ্যোগে বীরউজলী উচ্চ বিদ্যালয় মাঠে আজ মঙ্গলবার বিকালে গ্রাম সমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী ও সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান ইউনিয়ন আওয়ামীলীগ।
গাজীপুর মহানগর আওয়ামীলীগ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য অ্যাডভাকেট আজমত উল্লাহ খান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, উপজেলা সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, ইউনিয়ন সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত থাকবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও শোক দিবস উপলক্ষে এ সমাবেশ হবে।
ইউনিয়ন সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন জানান, শোকের মাস ও নির্বাচনী প্রচরণায় আজকের এ সমাবেশ। স্থানীয় বীরউজলী, ডুুমদিয়া, ছাটারবর, পাঁচুয়া, টোকনয়ন, কেন্দুয়াব, ঘোষেরকান্দি গ্রাম ও তাঁর আশপাশ থেকে হাজার হাজার নারী পুরুষ সমাবেশে অংশগ্রহন করবে।
Comments are Closed