কাপাসিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): ‘ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে কাপাসিয়া উপজেলা ডায়াবেটিক সমিতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানা কর্মসূচি মধ্যে দিয়ে দিবসটি পালন করছে। এ উপলক্ষে ১৪ নভেম্বর বুধবার দিনব্যাপি পোস্টার, লিফলেট বিতরণ, র্যালি ও মতবিনিময় সভা হয়েছে।
সভায় বক্তারা ডায়াবেটিসের ঝুঁকি মোকাবেলায় ব্যক্তিগত ও পরিবারিক পর্যায়ে নিময় মেনে চলা ও সচেতনতার প্রতি গুরুত্বারোপ করেন। সিমিন হোসেন রিমি এমপির প্রচেষ্ঠায় কাপাসিয়া উপজেলা ডায়াবেটিস সমিতি মানুষের মাঝে সেবা দিয়ে আসছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. হাসান জামিল কল্লোল, জেলা আ’লীগ সদস্য ইঞ্জিনিয়ার হামিদুল হক, উপজেলা ডেন্টাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডেন্টিস এমদাদুল হক, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মুহাম্মদ আলী বদু, ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুল হালিম খোকন, নার্সেস এসোসিয়েশনের সভাপতি নাজমা সুলতানা, শ্রমিকলীগ সভাপতি আব্দুল কাদির ফকির, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আলাউদ্দিন শেখ, শিক্ষক নেতা মনিরুজ্জামান মনির, ডাক্তার জুলকার নাঈম ইবনে নোমান, ডা. আরিফিন খান প্রমূখ বক্তব্য রাখেন।
Comments are Closed