Main Menu

কাপাসিয়ায় বিএনপির ১১ ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন

কাপাসিয়ায় বিএনপির ১১ ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন
আমাদের গাজীপুুর রিপোর্ট: জেলার কাপাসিয়া উপজেলায় বিএনপির ১১ ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার উপজেলা বিএনপির আহবায়ক শাহ্ রিয়াজুল হান্নান ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা স্বাক্ষরিত কাপাসিয়া সদর ইউনিয়ন ও দূর্গাপুর ইউনিয়নের আহবায়ক কমিটি অনুমোদন দেয়। গত ১৫দিনের মধ্যে অন্য ৯ ইউনিয়ন বিএনপির কমিটি ষোষণা করা হয়।
দলীয় সূত্র জানায়, রাজনৈতিক নানা জটিলতার মধ্যে দীর্ঘদিন পর মাঠ পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে অল্প সময়ের মধ্যে দলের ত্যাগী নেতাকর্মীদের দিয়ে ১১ ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির নেতারা হলেন, কাপাসিয়া ইউনিয়নের আহবায়ক আফজাল হোসেন, সদস্য সচিব সেলিম হোসেন আরজু, দূর্গাপুর ইউনিয়নের আহবায়ক মো: সোলাইমান মোল্লাহ, সদস্য সচিব মো: মাসুম সরকার, চাঁদপুর ইউনিয়নের আহবায়ক নজরুল ইসলাম মোড়ল, সদস্য সচিব সোলাইমান মোড়ল, তরগাঁও ইউনিয়নের আহবায়ক আ: করিম বেপারী, সদস্য সচিব আরিফুর রহমান সোহাগ, কড়িহাতা ইউনিয়নের আহবায়ক এ্যাড. মো: লুতফুর রহমান, সদস্য সচিব মো: সাইফুল ইসলাম, সিংহশ্রী ইউনিয়নের আহবায়ক মো: সাখাওয়াত হোসেন ভূইয়া মানসুর, সদস্য সচিব মো: মমতাজ উদ্দিন, ঘাগটিয়া ইউনিয়নের আহবায়ক মো: মনিরুর হক চাঁন মিয়া, সদস্য সচিব মো: হারুন অর রশিদ মাঝি, সনমানিয়া ইউনিয়নের আহবায়ক মো: তৌহিদুজ্জামান সরকার তপন, সদস্য সচিব মো: ফারুক হোসেন সরকার, রায়েদ ইউনিয়নের আহবায়ক মো: মতিউর রহমান জাফর, সদস্য সচিব সাইফুল ইসলাম বাদল, টোক ইউনিয়নের আহবায়ক আলহাজ¦ আবু সাঈদ মাহবুবুল হক বুলবুল, সদস্য সচিব শামসুল হক রুকন, বারিষাব ইউনিয়নের আহবায়ক মাওলানা কফিল উদ্দিন, সদস্য সচিব অধ্যাপক আ: রাজ্জাক।
উপজেলা বিএনপির আহবায়ক শাহ্ রিয়াজুল হান্নান সদ্যঘোষিত ১১ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির বিষয়ে গণমাধ্যমকে বলেন, ইউনিয়ন আহবায়ক কমিটিতে স্থানীয় ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়েছে। আশা করি দলের এই দুর্দিনে ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে কাজ করলে সংগঠন শক্তিশালী হবে।






Comments are Closed