Main Menu

কাপাসিয়ায় ফের ভিজিএফ চালসহ গ্রেফতার-১

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): কাপাসিয়া বারিষাব ও রায়েদ ইউনিয়ন পরিষদের অভিযানের পর টোক ইউনিয়নে অভিযান চালিয়ে ভিজিএফের ৫৭ বস্তা চাল জব্দ করা হয় । উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম গতকাল গভীর রাতে থানা পুলিশের সহযোগীতায় টোক নয়ন বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ী আব্দুল বারেক(৬৫) গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

আটককৃত ওই ব্যবসায়ী জানান, টোক ইউনিয়ন পরিষদের সচিব মোশিউর রহমান আমার কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করেন। আমি ৩১ হাজার ৬০০ টাকা দিয়েছি বাকীটা পরে দিব।

গত সোমবার রাতে গিয়াসপুর বাজারে থেকে ১৯ বস্তা চাল ও রায়েদ ইউনিয়নের শাজাহান মেম্বারের বাড়ী থেকে ৬ বস্তা চাল জব্দ করা হয়। এ সব ঘটনায় কাপাসিয়া থানায় পৃথক ৩টি মামলা হয়েছে।
এ ব্যাপারে প্রকল্প কর্মকর্তা বাকি বিল্লাহ্ জানান, উপজেলার ০৩ টি ইউনিয়ন থেকে মোট ৮২ বস্তা চাল উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মাকছুদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাকি বিল্লাহ, টোক তদন্ত কেন্দ্রের ইনচার্জ সফিকুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী শাহ্ এমরান, টোক ইউনিয়ন পরিষদে হাজির হলে শত শত জনতা চাল চুরির বিচার দাবি করেন।

পরে জনতার অনুরোধে উপস্থিত দরিদ্রদের আজ মঙ্গলবার দুপুর থেকে সন্ধা পর্যন্ত টোক ইউনিয়ন পরিষদে ২৯৩ বস্তা ভিজিএফের চাল বিতরণ করা হয়।






Comments are Closed