Main Menu

কাপাসিয়ায় প্রীতি ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

আমাদের গাজীপুর রিপোর্ট:
খেলার প্রতি যুবসমাজকে আগ্রহী করে তুলে আগামী প্রজন্মকে স্বাভাবিক পরিবেশে নেশামুক্ত রাখার প্রত্যয়ে গাজীপুরের কাপাসিয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার উপজেলার ঘাগটিয়া চালা ওয়েলফেয়ার ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় স্থানিয় টাইগার একাদশ ও লায়ন একাদশ অংশ নেয়।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ফাইনাল ক্রিকেট ম্যাচে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক শাহ্ রিয়াজুল হান্নান। খেলা উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সভাপতি হাসিবুর রহমান খান মুন্না, সিনিয়র সহসভাপতি মাসুদুল কবির মোনায়েম, সিনিয়র যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতি, কাপাসিয়া উপজেলা শাখার আহবায়ক মো: ফরিদ শেখ ও সদস্য সচিব মো: সিরাজুল ইসলাম।
কাপাসিয়া উপজেলা শাখার সদস্য সচিব মো: সিরাজুল ইসলাম জানান, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলার আয়োজন করা হয়েছে। খেলায় বিজয়ী ও বিজিতদের মধ্যে প্রধান অতিথি শাহ্ রিয়াজুল হান্নান পুরষ্কার তুলে দেন।






Comments are Closed