কাপাসিয়ায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা
“বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” শ্লোগানকে প্রতিপাদ্য করে আজ দুপুরে গাজীপুরের কাপাসিয়ায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ি কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
উপজেলার সহ¯্রাধিক পোল্ট্রি ও ডেইরি খামারীর অংশ গ্রহণে আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ নাজমুস সাকিবের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন প্রাণি সম্পদ গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ডাঃ মোঃ রেজাউল ইসলাম, ডায়মন্ড চিকস লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ কায়সার আহমেদ, ভাইস চেয়ারম্যান এ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনিসুর রহমান, গাজীপুর জেলা পরিষদেও প্যানেল চেয়ারম্যান ও কাপাসিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুবউদ্দিন আহম্মেদ সেলিম, কাপাসিয়া ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান ও কাপাসিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান,সাংবাদিক বেলায়েত হোসেন শামীম, খামারী ইলিয়াছ উদ্দিন মিঠু,কানিজ ফাতেমা রুহিতা প্রমূখ। পরে বিকেলে সঙ্গীত শিল্পী আখি আলমগীরের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করা হয়।
Comments are Closed