কাপাসিয়ায় পাঠদান বিষয়ে দিনব্যাপী কর্মশালা
সাইদুল ইসলাম রনি,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: বাংলা একাডেমী অস্ট্রেলিয়ার উদ্যোগে কাপাসিয়া উপজেলা দরদরিয়া সরকারি প্রাঃ বিদ্যালয়ে ২৪ নভেম্বর শনিবার দিনব্যাপী শিক্ষক, পরিচালনা পরিষদ এবং শিশুদের দেশীয় শিক্ষাদান পদ্ধতি ও অস্ট্রেলিয়া শিক্ষা পদ্ধতির তুলনামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অথিতির বক্তব্যে বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি বলেন, পৃথিবীর প্রতিটি উন্নত দেশে আনন্দের সাথে শিশু-কিশোরদের পাঠ দান করা হয়। প্রত্যেকটি শিশুকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য। সমাজকে বদলে দিতে হলে দেশপ্রেমে উজ্জ্বীবিত ভালো মানুষের কোনো বিকল্প নেই।
কর্মশালায় পরিচালক আনোয়ার আকাশ বলেন, অস্ট্রেলিয়ার শিক্ষাপদ্ধতির বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন। তিনি বাংলাদেশের গ্রামের শিশুদের সামগ্রিক বিকাশ, শিশুদের বিশুদ্ধ বাংলা উচ্চারণ, আনন্দঘন পরিবেশে পাঠদান, দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সঠিক জ্ঞানদানের উপর গুরুত্ব আরোপ করেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন বঙ্গতাজের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমদ রিপি, উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আজগর রশিদ খাঁন, প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক মোঃ শাহ্ আলম মোল্লা, মোসাঃ মরিয়ম বেগম, শফিউল আলম, রমিজউদ্দিনসহ শিক্ষক, ছাত্রছাত্রী ও পরিচালনা পরিষদের সদস্য বৃন্দ। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
Comments are Closed