কাপাসিয়ায় পরিবার পরিকল্পনা বিভাগের সমন্বয় সভা
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি )ঃ কাপাসিয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ আায়োজনে পরিবার পরিকল্পনা বিভাগের সমন্বয় সভা গতকাল বুধবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আবদুস সালাম সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. আবদুর রহিম, চাঁদপুর ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্য সহকারি অনামিকা আল সূচনা, রায়েদ ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের দাই নার্স আছমা আখতার, প্রমুখ উপস্থিত ছিলেন।
মো. আবদুর রহিম জানান, সভায় গত অর্থ বছরে এ বিভাগের কাজের গতি, পজিশন অর্জন, গর্ভবতী মায়েদের প্রসবপূর্ব, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সেবার মূল্যায়নে সন্তোষ জনক ফলাফল এসেছে। উপজেলার ১০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে গত এক মাসে ২১ জন নরমাল ডেলিভারীর বিষয়টি আলোচনায় এসেছে।
« কাপাসিয়ায় পুলিশের রগ কেটেছে ইয়াবা বিক্রেতা (Previous News)
(Next News) অনন্যা ক্লাসিক পরিবহন কার্যকরি কমিটি গঠন »
Comments are Closed