Main Menu

কাপাসিয়ায় নৌকায় ক্যাম্পেইনে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব খোকন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): গাজীপুর-৪ কাপাসিয়া আসনে সিমিন হোসেন রিমির পক্ষে ক্যাম্পেইন করে ভোট চাইলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন। ১৫ ডিসেম্বর শনিবার দিনব্যাপি ৫ ও ৬নং ওয়ার্ডের ঘিঘাট, নাশেরা, তারাগঞ্জ কলেজ সংলগ্ন, একডালাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন। উাঠান বৈঠকে ছিলেন উপজেলা আ.লীগ সাবেক সভাপতি আজগর রশিদ খান, যুবলীগ নেতা নূরে আলম সুমন, শরিফুল আলম শামীম, জাহিদুল হক দিলীপ, ছাত্রলীগ নেতা আব্দুল কাইয়ুম, আকরাম হোসেন মাসুম, তৌহিদুল হোসেন, সোহানুর রহমান, পারভেজ রানা প্রমুখ।

Kapasia Election Opu press shasib News 15.12.2018 pic2

আশরাফুল আলম খোকন বলেন, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রজন্মকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। আমার বিশ^াস নতুন বছরে পূনরায় এ সরকার সংখ্যা ঘরিষ্টতা লাভ করে সরকার গঠন করবে।

অপর দিকে, সিমিন হোসেন রিমি এমপি দূর্গাপুর ইউনিয়নের বাড়ৈগাঁও দাখিল মাদ্্রাসা, রাওনাট বাজার সংলগ্ন, নাজাই, চাপাত, গোসাইরগাঁও, চাদঁপুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন। এড. ডক্টর মোমতাজ উদ্দিন মেহেদী, উপজেলা আ.লীগ সাবেক আজগর রশিদ খান, মিজানুর রহমান, ফজলুর রহমান, বিনোদ চন্দ্র সরকার, এম এ গাফ্ফার, আব্দুল কাইয়ুম মোল্লা, জেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন শাওন, রাশেদুল হক সৈকত, মাহমুদুল হাসান মামুন, জাহিদুর রহমান, সুপার হাবিবুর রহমান, ওয়াসিম আকরাম, জসিম উদ্দিন, ফজলুল হক মাষ্টার, যুবলীগ নেতা শহিদুল ইসলাম, জহির রায়হান, ফেরদৌস আহমেদ মনি,  দুলাল হোসেন মাস্টার, আলআমিন, সেলিম হোসেন, ইকবাল হোসেন, আশরাফুল আলম প্রমুখ।

Kapasia Election Opu press shasib News 15.12.2018 pic4

সিমিন হোসেন রিমি বলেন, শিক্ষার্থীরা লেখাপড়া করতে আগে বই পেত না। আজ আওয়ামীলীগ সরকার নতুন বছরের প্রথম দিনেই সকল ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন। আমাদের গড় আয়ু বেড়েছে, চিকিৎসায় বাংলাদেশ বিশে^ একটি স্থান দখল করে নিয়েছেন। আওয়ামীলীগ সরকার ব্যাপক উন্ন্য়ন করেছে। তাই আমাকে পূনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে কাপাসিয়ার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।






Comments are Closed