কাপাসিয়ায় দুই ইট ভাটায় দেড় লাখ টাকা জরিমানা
গাজীপুর প্রতিনিধি: পরিবেশ আইন অমান্য করে গাজীপুরের কাপাসিয়ায় ইটভাটা পরিচালনার অভিযোগে গতকাল বিকেলে দুই ইট ভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদে এ জরিমানা আদায় করেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নাজমুস সাকিব জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কৃষি জমিতে সরকারি অনুমোদন বিহীন চিমনি ব্যবহার করে কয়লার পরিবর্তে কাঠের লাকরি দিয়ে ইট ভাটা পরিচালনার অভিযোগে রায়েদ ইউনিয়নের বাঘের হাটের এ এম কে ব্রিক ফিল্ডের মালিক পক্ষের মো. কবির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে একই অভিযোগে মেসার্স এ এস কে ব্রিক ফিল্ডের মালিক আবুল কালাম আজাদকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, আগামী এক মাসের মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সংগ্রহ করতে না পারলে ইট ভাটা দুটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। এ সময় গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শেখ কামাল মেহেদী উপস্থিত ছিলেন।
Comments are Closed