কাপাসিয়ায় তাজউদ্দীনের জন্মবার্ষিকী পালিত
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি) ঃ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী জাতীয় নেতা বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ এর ৯৩তম জন্মবার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গাজীপুরের কাপাসিয়ায় পালিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে কাপাসিয়ায় ১০ দিনের কর্মসূচী দিয়েছে উপজেলা আওয়ামীলীগ।
তাজউদ্দীন আহমদ কন্যা সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি গতকাল রবিবার বিকালে উপজেলার বারিষাব ইউনিয়ন চরদূর্লভ খাঁ উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচীর শুভ উদ্বোধন করেছেন।
তাজউদ্দীন আহমদের জন্ম বার্ষিকী উপলক্ষে কাপাসিয়ায় বিভিন স্থানে কেক কাটা, আনন্দ শোভা যাত্রা, রক্তদান কর্মসূচি, চিত্রাংকণ প্রতিযোগিতা, বিতর্ক, আবৃত্তি, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আজ সকালে কাপাসিয়া ডিগ্রী কলেজে আলোচনা সভা হয়। কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক এমপি উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মাহবুব উদ্দিন সেলিম, সাখাওয়াত হোসেন প্রধান, রাশেদুল হক সৈকত, মাসুম প্রধানসহ আওয়ামীলীগের সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
অপর দিকে উপজেলা কৃষক লীগ দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা কৃষক লীগ সভাপতি আইন উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবলু, হাফিজুল হক আইয়ুব, শাকিল হাসান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। উল্লেখ্য, ১৯২৫ সালের ২৩ জুলাই গাজীপুরের কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে তাজউদ্দীন আহমদ জন্মগ্রহন করেন।
Comments are Closed