Main Menu

কাপাসিয়ায় ট্যুরিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন – মনির সভাপতি, নুরুল আমীন সম্পাদক

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): কাপাসিয়ায় ট্যুরিস্ট এসোসিয়েশনের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল রাত ৯ টায় কাপাসিয়া বাজারের যুথি ডেন্টাল কেয়ারে সর্বসম্মত ভাবে ২ বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়।

kapasia tourist komiti news 19.09.2018(monir) pic1  kapasia tourist komiti news( nurul amin) 19.09.2018 pic2

দেশ বিদেশ ভ্রমণ, জ্ঞান অর্জন ও মানবিক কল্যাণের লক্ষ্যে কাপাসিয়ার উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার সদস্যদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন মোঃ মনিরুজ্জামান মনির সভাপতি, আবুল কাশেম সহ সভাপতি, নুরুল আমীন সিকদার সাধারণ সম্পাদক, কামাল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, মো: আব্দুছ সাদেক কোষাধ্যক্ষ, আবুল হোসেন সহ কোষাধ্যক্ষ, এমদাদুল হক আরমান প্রচার ও প্রকাশনা সম্পাদক, আতিকুল ইসলাম দপ্তর সম্পাদক, কার্যকরি সদস্য বদরুজ্জামান পারভেজ, আওলাদ হোসেন চৌধুরী, এমদাদুল হক।






Comments are Closed