কাপাসিয়ায় চেক ও ঢেউটিন বিতরণ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত-দুঃস্থ অসহায় জনসাধারণ ও প্রতিষ্ঠানের মাঝে ৫ লাখ ৩৪ হাজার টাকার চেক ও ১৭৮ বান্ডিল ঢেউটিন বিতরণ করেন। কাপাসিয়া উপজেলা পরিষদে ১৬ অক্টেবর দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আ.লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
সিমিন হোসেন রিমি বলেন, বর্তমান সরকার দরিদ্র অসহায় হত দরিদ্রদের কল্যাণে ব্যাপক ভাবে কাজ করছে। চিকিৎসা, গৃহনির্মান, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ধর্মীয় সম্প্রীতি ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পূঁজা উৎযাপনের আহবান জানান।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাকি বিল্লাহ্, উপজেলা আ.লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শহিদুল্লাহ আজাদ, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, আয়বুর রহমান সিকদারসহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা।
অপর দিকে সিমিন হোসেন রিমির নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, মহিলা আ.লীগ, ছাত্রলীগসহ অসংখ্য নেতাকর্মীসহ বড়হর, লোহাদী, কুড়িয়াদি, টোক, উলুসারা, আনজাব, কড়িহাতাসহ বিভিন্ন পূঁজা মন্ডব পরিশর্দন ও পূঁজারিদের সাথে মতবিনিময় করেন।
Comments are Closed