Main Menu

কাপাসিয়ায় চিকিৎসাসেবা ও গ্রাম সমাবেশ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): কাপাসিয়া উপজেলায় ডায়াবেটিক সমিতির উদ্দ্যেগে রেনাটা লিঃ এর সহযোগিতায় কাপাসিয়া ইউনিয়ন পরিষদে বিনামূল্যে ডায়াবেটিস চিকিৎসাসেবা ও গ্রাম সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৮ আগস্ট দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা ডায়াবেটিক সমিতির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, আব্দুল কবির মাষ্টার, ইঞ্জি. হামিদুল হক, সৈয়দ মুহাম্মদ নাঈম, সাখাওয়াত হোসেন, ডাক্তার তাসমিয়া উলফাৎ মিসু, ডাঃ মো: আরিফিন খান, ডা. জাহিদ, আব্দুল হালিম খোকন, এমদাদুল হক।

সিমিন হোসেন রিমি বলেন, বর্তমান সরকার চিকিৎসা সেবার মান বৃদ্ধির লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সংবিধানে লেখা আছে প্রত্যেক মানুষ চিকিৎসা সেবা পাবে।  সৈয়দা জোহুরা তাজউদ্দীন স্বাস্থ্য কার্ড মা ও শিশু সেব নিশ্চিত করেছে। কাপাসিয়া উপজেলায় ৪ হাজার স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২ হাজার মার সন্তান জন্ম গ্রহণ করেছে। ওই কার্ডধারী মারা বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাবে। ডায়াবেটিস রোগে স্মৃতি শক্তি লোপ পায়।
উপজেলা ডায়াবেটিক সমিতির চীফ মেডিকেল ও এক্সিকিউটিভ অফিসার ডাক্তার যুলকারনাইম জানান, ৬০০জন রোগিকে ডায়াবেটিস, গাইনী, চর্ম ও মেডিসিন বিষয়ে চিকিৎসা সেবা দেয়া হয়।

অপর দিকে বাংলাদেশ আওয়ামীলীগ টোক ইউনিয়ন শাখা উদ্যোগে বীরউজলী উচ্চ বিদ্যালয় মাঠে আজ মঙ্গলবার বিকালে গ্রাম সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি।

kapasia somabess news 28.8.2018 pic 4

গাজীপুর মহানগর আওয়ামীলীগ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য অ্যাডভাকেট আজমত উল্লাহ খান, উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান,এড. রেজাউর রহমান লস্কর, আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

kapasia somabess news 28.8.2018 pic 5

ইউনিয়ন সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন জানান, শোকের মাস ও নির্বাচনী প্রচরণায় আজকের এ সমাবেশ। স্থানীয় বীরউজলী, ডুুমদিয়া, ছাটারবর, পাঁচুয়া, টোকনয়ন, কেন্দুয়াব, ঘোষেরকান্দি গ্রাম ও তাঁর আশপাশ থেকে হাজার হাজার নারী পুরুষ সমাবেশে অংশগ্রহন করেন।






Comments are Closed