কাপাসিয়ায় গান গাওয়ায় ছাত্রীকে পিটিয়েছে প্রধান শিক্ষক
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ আর্ন্তজাতিক নারী দিবসের রেশ কাটতে না কাটতেই গাজীপুরের কাপাসিয়ায় শহীদ গিয়াস উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বেত্রাঘাতে বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহতাবস্থায় হাসপাতাল ভর্তি রয়েছে।
একই ক্যাম্পাসে প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ায় এ বেত্রাঘাত করা হয় অভিযোগ করেন শিক্ষার্থীর মা। ১১ মার্চ রবিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ গিয়াস উচ্চ বিদ্যালয় ও গিয়াসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ একই সীমানায় অবস্থিত। রবিবার সকাল থেকে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীকে অনুষ্ঠানে গান গাওয়ার অনুরোধে দর্শকদের একটা গান শুনান ওই শিশু শিল্পী। গান গাওয়ায় ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান বাবুল ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে বেপোরোয়া বেত্রাঘাত করেন। এতে শিক্ষার্থী গুরুতর আহত হয়।
আহত শিক্ষার্থীর মা নাসিমা আখতার জানান, আমার মেয়েকে অনেকগুলি বেতের বাড়ি দিছে খবর পেয়ে আমি স্কুলে যাই। স্কুলে গিয়ে দেখি মেয়েটার চোখ মুখ বন্ধ হয়ে গেছে। আমি মাথায় পানি দিলে সে কিছুটা সুস্থ হয়। পরে চেয়ারম্যানের বাড়ীতে নিয়ে যাই। মেয়েটা আবার জ্ঞান হারিয়ে ফেলে। মেয়ের বেগতিক অবস্থা দেখে কাপাসিয়া উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করি। চেয়ারম্যান বলেছে ,পরে দেখবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আতাউজ্জামান বাবলু বলেন, ঘটনা আমি শুনেছি। ঘটনা সমাধানে স্থানীয় নেতৃবৃন্দ চেষ্টা করছে।
গিয়াসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আহসান উল্লাহ বলেন, ওই শিক্ষক ঈর্ষান্বিত হয়ে শিক্ষার্থীকে পিটিয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার রকিব হাসান বিজ্ঞাপন চ্যানেলকে বলেন, আমি শিক্ষার্থীকে দেখতে এখন হাসপাতালে এসেছি। শিক্ষক কোনো রকমের আঘাত করতে পারেনা। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার ডাক্তার রোমেনা জানান, একজন বাচ্চা ভর্তিরয়েছে। বাচ্চাটির শরীরে জখমের চিহৃ রয়েছে।
Comments are Closed