Main Menu

কাপাসিয়ায় কৃষক লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাইদুল ইসলাম রনি, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়াল বাজারে বৃহস্পতিবার একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কাপাসিয়া উপজেলা কৃষক লীগের সনমানিয়া ইউনিয়ন আয়োজনে মাহফিলে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা আলম আহমেদ উপস্থিত ছিলেন।
সনমানিয়া ইউনিয়নের কৃষক লীগের সভাপতি মীর কাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগ সদস্য জানি আলম কনক, উপজেলা কৃষক লীগ সভাপতি মোঃ আইনউদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবলু, আব্দুর রশীদ সরকার, হাফিজুল হক চৌধুরী আইয়ুবসহ প্রমুখ।
আলম আহমেদ তার বক্তব্যে বলেন, উন্নয়শীল কার্যক্রমগুলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলছে। প্রধানমন্ত্রীর ভূমিকা মডেল হিসাবে দেশ তৈরি করেছে। প্রোগ্রামে আলম আহমেদ ইফতার মাহফিলের জনসভায় অংশগ্রহণের জন্য জনগণকে ধন্যবাদ জানান এবং আসন্ন সংসদ নির্বাচনের জন্য নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। সেখানে হাজার হাজার স্থানীয় লোক ফাংশনে উপস্থিত ছিলেন। আলম আহমেদ আরও যোগ করেছেন যে জনগণের কাছে জনগণের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে আমাদের জানা উচিত। তিনি বলেন, সরকার উন্নয়নের দ্বারাবাহীকতা রক্ষাতে নৌকার পক্ষে কাজ করতে হবে।






Comments are Closed