Main Menu

কাপাসিয়ায় এমপি প্রার্থী রিয়াজুল হান্নান রিয়াজের পূ্জাঁ মন্ডপ পরিদর্শন

সাইদুল ইসলাম রনি, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন শারদীয়া দূর্গাপূঁজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত নেতা ব্রিগে. জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ পুত্র বিএনপি নেতা শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। ১৭ অক্টোবর সন্ধ্যায় বুধবার তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন ও পূঁজারীদের সাথে কুশল বিনিময় করেন।

উপজেলা শহরের জয়কালী মন্দিরে রাতে পূঁজা মন্ডপ পরিদর্শনকালে পূঁজারীদের উদ্দেশ্যে শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ বলেন, সুদীর্ঘ কাল যাবত সনাতন ধর্মাম্বলীদের দূর্গোৎসব আমরা সবাই মিলে উপভোগ করছি। হিন্দু ধর্মাম্বলীদের সংখ্যালঘু না ভেবে তাদের ধর্ম পালনে সবাইকে সহযোগিতা করতে হবে। তিনি আরো বলেন, দীর্ঘদিনের সম্প্রীতি, ভাতৃত্বপূর্ণ সম্পর্ক, সৌহার্দ্যপূর্ন ও শান্তিপূর্ণ ভাবে বিগত দিনের মতো পরিবেশ বজায় রেখে রাখতে হবে। মা দূর্গাতিনাশিনীর আগমন যেন আমাদের জন্য সু-বার্তা বয়ে আনে, সেই কামনা করছি। সেই সঙ্গে তিনি উপজেলার সর্বস্তরের পূঁজারীদের শারদীয় দূর্গাপূঁজার শুভেচ্ছা জানান। এছাড়া কাপাসিয়া শহরের পুরাতন গুড় বাজার মন্ডপ, হরিবাড়ি মন্ডপ, সাফাইশ্রী পঞ্চবটি মন্ডপ ও বর্জুনা মন্ডপ, ঘাগটিয়া, ত্রিমোহনী, তরগাঁওয়ের ঋষি বাড়ি মন্ডপ পরিদশর্ণ ও শুভেচ্ছা বিনিময় করেন।
Kapasia Bnp Puja 18 Oct-18 pic1

এ সময় অন্যান্যের মাঝে সফর সঙ্গী হিসাবে সাথে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, জেলা বিএনপি নেতা আব্দুল করিম বেপারী, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আফজাল হোসাইন বেপারী, এফ এম কামাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইকবাল হোসেন শেখ, ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাড. আজিজুল হক বাবুল, বিএনপি নেতা মনিরুল হক চাঁন মিয়া, হারুন অর রশিদ, উপজেলা যুবদলের সহ-সভাপতি মীর মাসুদ করিম, সাধারণ সম্পাদক ফরিদুল আলম বুলু, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন শিশির সহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।






Comments are Closed