কাপাসিয়ায় ইউএনও এর বিদায় সম্মাননা
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): কাপাসিয়া অফিসার্স ক্লাবের আয়োজনে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামকে বিদায় সম্মাননা দেওয়া হয়। ১৭ অক্টোবর বেলা ৩টায় উপজেলা সভাকক্ষে এ অনুষ্ঠান হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নীলিমা রায়হানার সভাপতিত্বে উপজেলার কর্মকর্তা মোহম্মদ হুমায়ুন কবীর, মো: বাকি বিল্লাহ, আব্দুর রহিম, নাছরিন আক্তার, শামিমা আক্তার, শিমুল চাকমা, সাদিয়া সানজিদা আখি, আরিফা খাতুন, গোলাম মোর্শেদ মৃধা, জুলেখা আক্তার তন্নী, নাঈমা আক্তার, দিলারা জাহানসহ অনন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপর দিকে গাজীপুর সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া ইউনিটের আয়োজনে ইউনিট আহবায়ক নূরুল আমীন সিকদার, সদস্য আসাদুল্লাহ মাসুম, সাইদুল ইসলাম রনি, শরিফ সিকদার, আকরাম হোসেন হিরনসহ সদস্যরা বিকাল ৫টায় ইউএনও এর কার্যালয়ে বিদায় সংবর্ধণা জ্ঞাপন করেন।
« কাপাসিয়ায় চেক ও ঢেউটিন বিতরণ (Previous News)
(Next News) কাপাসিয়ায় ইউএনও’র সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ »
Comments are Closed