Main Menu

কাপাসিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): কাপাসিয়ায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ, বৃক্ষরোপন ও ভবন উদ্বোধন করা হয়। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ২৯ তারিখ বৃহস্পতিবার দুপুরে উপজেলা হল রুমে এ সমাবেশ হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ ফিরোজ খান (বি.এ.এম.)।

প্রধান অতিথি ফিরোজ খান আনসার ভিডিপি ভবন উদ্বোধন শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে বলেন এ নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে ২জন অস্ত্রদারীসহ ১২ জন নিরাপত্তা কর্মী দায়িত্ব পালন করবে। দক্ষ আনসার বাহিনী তাদের তাদের অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন।

গাজীপুর জেলা কমান্ড্যান্ট এ কে এম জিয়াউল আলম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুর রহিম সিকদার, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হুমায়ন কবির, উপজেলা আনসার ভিডিপি অফিসার (অবঃ) আমির হামজা মৃর্ধা, উপজেলা আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা আনসার ভিডিপি ব্যবস্থাপক মোখলেছুর রহমান, কর্মকর্তা জুলেখা আক্তার, আনসার সদস্য আব্দুল বাতেন, মারজিয়া বেগম, নিলোফার ইয়াছমিন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে আনসার বাহিনীর দায়িত্ব যথাযত ভাবে পালন করায় ২০ জন আনসার সদস্যদের পুরস্কার প্রদান করেন।