কাপাসিয়ায় আটক ৯ ডাকাতকে গণপিটুনি
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় উপজেলার বড়জোনা গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতি করে পালনোর সময় এলাকাবাসি ৯ ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। ডাকাতদের দায়ের কুপে এবং মারধরে গৃহকর্তা চান মিয়া ওরফে চানু বেপারী ও তার স্ত্রী এবং গ্রামবাসীর গণপিটুনীতে ডাকাতরা আহত হয়েছে।
আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছে কাপাসিয়া থানার এসআই দুলাল মিয়া।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে বড়জোনা এলাকার চান মিয়া ওরফে চানু বেপারীর বাড়ির কলাপসিবল গেইট কেটে এবং দরজা ভেঙ্গে বসত ঘরে ঢুকে ডাকাতরা। এসময় বাধা দিলে ডাকাতদের দায়ের কুপে এবং মারধরে গৃহকর্তা চানু মিয়া, তার স্ত্রী ও ভাই হেলাল আহত হন। পরে ডাতরা মালামাল লুটে পালিয়ে যাওয়ার সময় চানু মিয়া ডাকা-চিৎকার দেয় এবং মোবাইল করে তার স্বজনদের ও পুলিশে খবর দেয়। ডাকাতরা পালানোর সময় এলাকাবাসী তিলসুনিয়া এলাকায় রাস্তায় বেরিকেড দিয়ে ডাকাতদের গাড়ির গতিরোধ করে এবং প্রথমে সাতজন এবং পরে ধাওয়া করে আশপাশ এলাকা থেকে থেকে আরো দুই ডাকাতকে ধরে গণপিটুনী দিয়ে পুলিশ সোপর্দ করে।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সালাম সরকার জানান, আহতদের মধ্যে গৃহকর্তা চানু বেপারীর বাম হাতে ধারলো অস্ত্রের আঘাত রয়েছে। আর ডাকাত সদস্য তাজুল ইসলাম (২৫), সফিকুল ইসলাম (৩৫), সুলতান (২৫), মিলন (২৬), কবির (২৫), আলম (২৩) ও আলী হোসেনকে (২৬) প্রাথমিক চিকিৎসার পর পুলিশ থানায় নিয়ে গেছে।
Comments are Closed